Keep the mosquito free at home (ঘরকে মশামুক্ত রাখুন ঘরোয়া পদ্ধতিতেই)
ঘরকে মশামুক্ত রাখুন ঘরোয়া পদ্ধতিতেই বাড়ির আশপাশে অপরিষ্কার নালা বা জলাশয়ের কারণে মশার উপদ্রোপ বেশি হয়ে থাকে। সাধারণত দোকানে মশা তাড়ানোর যে স্প্রে বা কয়েল পাওয়া যায়, তা বেশিরভাগই বেশ বিষাক্ত। যা ঘরের মানুষ ও শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর। ক্ষতিকর কয়েল ছাড়া কিছু ঘরোয়া পদ্ধতিতেও মশা দূর করা যায় : যেমন - তুলসী গাছ : টবে বা জানালার পাশে বা বারান্দায় কয়েকটি তুলশী গাছ লাগিয়ে রাখুন,দেখবেন মশা পালাবে । কর্পূর : কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারেনা মশা। একটি ৫০ গ্রামের কর্পূরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। দুই দিন পর পানি পরিবর্তন করুন। নিম তেল : নিমের গন্ধ মশা সহ্য করতে পারে না। নিম তেল গায়ে মাখলে মশার কামড় থেকে রেহাই পাওয়া যায়। শুধু নিমপাতা ঘরের কোণে রেখে দিলেও মশার উপদ্রব কমে যাবে। রসুন : রসুনকে বলা হয় মশার যম।কয়েকটি রসুনের কোয়া থেঁতলে পানিতে সিদ্ধ করুন বা ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এবার ওই পানি সারা ঘরের বিভিন্ন জায়গায় স্প্রে করুন। দেখবেন মশা উধাও। লেবু ও লবঙ্গ : একটি বা দুটি লেবু মাঝামাঝি কাটুন।এরপ...