ইউরোপীয় ইউনিয়ন | ইউরো ব্যবহার করে যে দেশ ?? Schengen Area | নন European দের জন্য passport/ ভিসা requirements
ইউরোপীয় ইউনিয়ন | ইউরো ব্যবহার করে যে দেশ ?? Schengen Area | নন European দের জন্য passport/ ভিসা requirements.
ইউরোপে বিভিন্ন দেশে অবৈধভাবে বসবাসরত
বাংলাদেশিরা চাইলে পর্তুগালে এসে বৈধতা নিতে পারেন। পর্তুগাল ইমিগ্রেশন থার্ড কান্ট্রি অভিবাসীদের
জন্য একটি অভিবাসন আইন চালু করেছে। ইমিগ্রেশন
আর্টিকেল নম্বর ৮৮-২ ধারাতে আপনি পর্তুগালের বৈধতা পেতে পারেন,
তবে
শর্ত হচ্ছে আপনাকে ইউরোপ বৈধ পথে এসেছেন তার প্রমাণ দেখাতে হবে। তার মানে আপনি ইউরোপ ভিসা নিয়ে এসেছেন এবং আপনার
পাসপোর্টে ইউরোপের যেকোনো এয়ারপোর্টের ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিল আছে ইত্যাদি
প্রমাণাদি দেখাতে হবে। তবে আবার
পর্তুগালের বাংলাদেশ দূতাবাস থেকে নতুন পাসপোর্ট নিয়েও আপনি পর্তুগালের অভিবাসী
হওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে এই
ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। এ ছাড়া
এশিয়ার বিভিন্ন দেশের অধিবাসীদের জন্যও একইরকম সুযোগ রয়েছে।
৯। আপনার ফাইল ইমিগ্রেশন পোর্টালে
এন্ট্রি করার পর আপনাকে একটা আইডি ও গোপন নম্বর (পাসওয়ার্ড) দেয়া হবে। ওই নম্বর ও আইডি নির্দিষ্ট
জায়গায় প্রবেশ করে আপনি আপনার ফাইলের স্ট্যাটাস চেক করতে পারবেন। সাধারণত অনলাইন তারিখ প্রদানের
পর ঠিক ওই দিন ই ইমিগ্রেশন থেকে আপনাকে টেলিফোন করবে। তারা আপনাকে একটি ইন্টারভিউ
তারিখ দেবে। ঠিক ওই সময়টায় আপনাকে ৮৯০ ইউরো অ্যাপলিকেশন ফি দিতে
হবে ইমিগ্রেশন অফিসে। যেহেতু আপনি ভাষা পুরোপুরি আয়ত্বে আনতে পারবেন না তাই
আপনার সাথে একজন স্থানীয় উকিল সাথে নিয়ে যাওয়া ভাল। উকিল আপনার কাছ থেকে আপনার
শুরু থেকে শেষ পর্যন্ত সকল পরামর্শ ও কাজ করে দিবে, যারা সাধারণত এ জন্য ২০০ থেকে
৩০০ ইউরো পর্যন্ত নিয়ে থাকেন।
Schengenসীমান্ত-মুক্তএলাকা

Europe Before you go to the various inquiries.
পরিজন নিয়ে
ইউকে, সুইজারল্যন্ড,নরওয়ে,সুইডেন
সহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করছেন। তাছাড়া
ব্যবসা-বানিজ্য করাটাও এখানে অনেক সহজ। তাই
বাংলাদেশিরা এখানে সহজেই নাগরিকত্ব পাওয়ার আগ পর্যন্ত থাকতে পারে, আর এই
কারনেই মূলত এখানে বাংলাদেশিরা অভিবাসি হয়।’ রাজধানি
লিসবনে প্রায় দেড় হাজারের মত বাংলাদেশির বসবাস আছে।
সেন্ট্রাল
লিসবনের মারতিম মনিজ নামক স্থানেই মূলত বাঙ্গালিদের মূল আবাস। তাছাড়া
আরিয়স নামক স্থানে ও অনেকের বসবাস রয়েছে। কাজের
জায়গার সংকট,স্বল্প বেতন,ভাষাগত
জটিলতা ইত্যাদি কারনে মূলত এখানকার বেশিরভাগ বাংলাদেশি ব্যবসা-বানিজ্যের সাথে জড়িত। তাছাড়া
ব্যবসা করাটা এখানে অনেক সহজ। অনেক বড়
বড় বাংলাদেশি হোল-সেলার রয়েছেন এখানে যারা বিশাল বিশাল বড় বড় শো-রুমের মালিক।
তাছাড়া বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বেশ কয়েকটি মাছ-মাংসের ও
অন্যান্য দেশি দ্রব্যাদির দোকানও রয়েছে। ব্যবসা-বানিজ্য
ও কাজের ফাকে এখানে বাংলাদেশিরা বিভিন্ন জাতীয় দিবস,ধর্মীয় দিবস
সমুহ পালন করে থাকে। প্রায় সব অনুষ্ঠানের
শেষেই খাওয়া-দাওয়ার আয়োজন থাকে। বিভিন্ন রাজনৈতিক দল
ও জেলা ভিত্তিক সংগঠন সমুহ এসব অনুষ্ঠানের আয়োজনের সাথে জড়িত থাকে। লিসবন শহরে বাংলাদেশিদের দুইটি মসজিদ রয়েছে। একটার নাম বায়তুল মোকাররাম জামে মসজিদ অন্যটা মারতিম মনিজ জামে
মসজিদ হিসেবে পরিচিত। এছাড়া পর্তু শহরেও
বাংলাদেশিদের একটি জামে মসজিদ রয়েছে। এভাবেই নানা
ক্ষেত্রে আজ বাংলাদেশিরা সফলতার স্বাক্ষর রেখে চলেছে।
ইউরোপে বিভিন্ন দেশে অবৈধভাবে বসবাসরত
বাংলাদেশিরা চাইলে পর্তুগালে এসে বৈধতা নিতে পারেন। পর্তুগাল ইমিগ্রেশন থার্ড কান্ট্রি অভিবাসীদের
জন্য একটি অভিবাসন আইন চালু করেছে। ইমিগ্রেশন
আর্টিকেল নম্বর ৮৮-২ ধারাতে আপনি পর্তুগালের বৈধতা পেতে পারেন,
তবে
শর্ত হচ্ছে আপনাকে ইউরোপ বৈধ পথে এসেছেন তার প্রমাণ দেখাতে হবে। তার মানে আপনি ইউরোপ ভিসা নিয়ে এসেছেন এবং আপনার
পাসপোর্টে ইউরোপের যেকোনো এয়ারপোর্টের ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিল আছে ইত্যাদি
প্রমাণাদি দেখাতে হবে। তবে আবার
পর্তুগালের বাংলাদেশ দূতাবাস থেকে নতুন পাসপোর্ট নিয়েও আপনি পর্তুগালের অভিবাসী
হওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে এই
ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। এ ছাড়া
এশিয়ার বিভিন্ন দেশের অধিবাসীদের জন্যও একইরকম সুযোগ রয়েছে।
পর্তুগালের ইমিগ্রেশন আইন
অনুযায়ী, “যে কেউ যদি বৈধভাবে প্রবেশ করে এবং কমপক্ষে ছয় মাস পর্তুগালে
অবস্থান করে সরকার নির্ধারিত ট্যাক্স পরিশোধ করে তাহলে সেখানকার রেসিডেন্সির জন্য
আবেদন করতে পারে। কেউ যদি ছয় বছর এই রেসিডেন্সি নিয়ে বসবাস করে এবং
তার বিরুদ্ধে কোনও ক্রাইমে জড়িত থাকার প্রমাণ না থাকে তাহলে সে পর্তুগিজ
ন্যাশনালিটি পেতে পারে।”
ইউরোপের অন্যান্য দেশ যেমন
ইতালি,
গ্রিস, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানিসহ অন্যান্য দেশে
যেহেতু নাগরিকত্ব পাওয়াটা অনেক জটিল এবং অনেক দীর্ঘ প্রক্রিয়া কাজেই যারা ইউরোপে
স্থায়ীভাবে বসবাস করতে চান তারা সাধারণত পর্তুগালকেই বেছে নেয়। পর্তুগিজ পাসপোর্টধারী
বাঙালিদের সংখ্যা অনেক, যারা এখন পরিবার নিয়ে যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, নরওয়ে, সুইডেনসহ ইউরোপের বিভিন্ন দেশে
পরিবার নিয়ে বসবাস করছেন। তাছাড়া ব্যবসা-বাণিজ্য করাও
এখানে অনেক সহজ বিধায় বাংলাদেশিরা ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ হওয়ায় ইউরোপে প্রবাসী
বাংলাদেশীদের নতুন ঠিকানা হয়ে উঠছে পর্তুগাল। আর মন্দা কাটিয়ে ওঠায় নতুন করে
সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের সুযোগও। একে নতুন সুযোগ হিসেবে দেখছেন
পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। তার মতে, খরচ ও মানের বিবেচনায় পর্তুগাল
হতে পারে বাংলাদেশী শিক্ষার্থীদের আশ্রয়।
পর্তুগীজদের সঙ্গে বাংলাদেশের
সম্পর্ক দীর্ঘদিনের। ইতিহাস বলছে, ভাস্কো দা গামার পথ ধরে ষোড়শ
শতাব্দীর শুরুর দিকে বাংলাদেশ ভূখণ্ডে আসে পর্তুগিজরা। এদেশে বসতি গড়া পর্তুগীজদের
হাতে যেমন ‘চট্টগ্রাম বন্দর’ তৈরি হয়েছিলো তেমনি বাংলাদেশে খ্রীস্ট ধর্মের শুরুও
হয়েছিলো তাদেরই হাতে। সম্পর্ক এতটাই গভীর ছিলো যে, এখনও পর্যন্ত প্রায় দেড় হাজার
পর্তুগিজ শব্দ ব্যবহার হয় বাংলা ভাষায়।
তবে এরপর সম্পর্কে ছেদ পরে। যদিও একটু দেরীতে হলেও সেই
সম্পর্ক পুনরুদ্ধারে হাত বাড়িয়েছে বাংলাদেশ। পর্তুগালে শুরু হয়েছে বাংলাদেশ
দূতাবাসের কার্যক্রম। এগিয়ে আসছেন নতুন নতুন উদ্যোক্তাও।
ইউরোপে এখন পর্তুগালের সবচেয়ে
সহজ ইমিগ্রেশন পলিসি। এই সহজ ইমিগ্রেশন পলিসির জন্য যারা অবৈধভাবে ইউরোপে
এসেছেন এবং বৈধভাবে এসেও পরবর্তীতে অবৈধ হয়ে গেছেন বা বিভিন্ন কারণে যারা এখনো
লিগাল স্ট্যাস্টাস পায়নি তাদের জন্য পর্তুগালে একটি ইউরোপের মধ্যে পর্তুগালই
দিচ্ছে বৈধ উপায়ে অভিবাসী হওয়ার সুযোগ। মধ্যপ্রাচ্যে বা মালয়েশিয়ার আমাদের শ্রমিকরা যেভাবে
আছেন তার চেয়ে খুব ভালো অবস্থায় শিক্ষার্থীদের স্বর্গ হয়ে উঠতে পারে পর্তুগালে।
পর্তুগালে থাকতে পারবেন শ্রমিকরা। এছাড়া শিক্ষার মান ও খরচের
বিচারে বাংলাদেশী পর্তুগালে নাগরিত্ব পেতে যা করতে
হবে:
নিচের শর্তাবলী গুলো ভালো করে লক্ষ্য করুণ এবং এই শর্তাবলী পূরণের ফলে আপনারা যে কেউ পর্তুগালে বৈধ হতে পারবেন।
নিচের শর্তাবলী গুলো ভালো করে লক্ষ্য করুণ এবং এই শর্তাবলী পূরণের ফলে আপনারা যে কেউ পর্তুগালে বৈধ হতে পারবেন।
১। আপনি ইউরোপে বৈধভাবে প্রবেশ
করেছেন তার প্রমানাদি দেখাতে হবে। অর্থাৎ আপনাকে ইউরোপের
সেনজেনভুক্ত যেকোনো দেশের ভিসা নিয়ে ইউরোপে প্রবেশ করতে হবে। (তবে সাইপ্রাস, রোমানিয়া, বুলগেরিয়া, ইউকে, আয়ারল্যান্ড, ক্রোয়েশিয়া এই দেশসমুহের ভিসা
বাদে)
২। প্রথমে আসা সেনজেনভুক্ত ওই দেশ
থেকে আপনি পর্তুগালে বৈধভাবে প্রবেশ করেছেন, যেমন বিমানের টিকেট, বাসের টিকেট বা ট্রেনের টিকেট
ইত্যাদি দেখাতে হবে (যদিও ইমিগ্রেশন আবেদনের অফিস থেকে আগে এসব চাইতো না কিন্তু
এখন এইসব বাধ্যতামূলক লাগবে।)
৩। এটি পেতে হলে আপনার সঙ্গে
পর্তুগালে যেকোনো বৈধ ব্যাক্তির রেফারেন্স লাগবে অর্থাৎ আপনার ট্যাক্স কার্ড করতে
হলে যাদের পর্তুগাল রেসিডেন্স কার্ড আছে তাকে সঙ্গে যেতে হবে। যদি এমন কেউ সঙ্গে না যায়, বা যোগাড় করতে না পারেন তবে সে
ব্যবস্থাও আছে। এজন্য একজন স্থানীয় ‘উকিল’-এর সাহায্য নিতে পারেন, যার জন্য আপনাকে ১৫০-২০০ ইউরোর
মতো গুণতে হতে পারে।
৪। ট্যাক্স কার্ডের পর আসল
প্রক্রিয়া শুরু করতে হলে পর্তুগালে আপনাকে বৈধ ভাবে প্রবেশের পর জব/কাজের
কন্ট্রাক্ট দেখাতে হবে, যা হবে অন্তত ৬ মাসের। আর পর্তুগালে এ জব কন্ট্রাক্ট
পাওয়া বা ম্যানেজ করা এখন অনেকটা দুস্কর বলা চলে। নরমালি কাগজের জন্য এই জব
কন্ট্রাক্ট টাকা দিয়ে বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, আফ্রিকানদের কাছ থেকে কিনতে হয়। সে ক্ষেত্রে টাকার পরিমাণ
২০০০-২৫০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে (কম বেশি হয়ে থাকে)।
৫। জব কন্ট্রাক্ট হাতে পাওয়ার পর
প্রত্যেক মাসে আপনাকে নিজের পকেট থেকে ১৭৫.৪৯ ইউরো করে গুনতে হবে। (মিনিমাম বেতন ৫০৫ ইউরো-এর জন্য
এই ট্যাক্স, তবে বেতন বেশি দেখালে ট্যাক্স এর পরিমাণ বেশি হবে)। নরমাল হিসাব হল, আপনাকে পেপারস হবার আগ পর্যন্ত
ট্যাক্স পে করে যেতে হবে। আপনি শুধুমাত্র পেপারস পাওয়ার জন্য কাগজে-কলমে জব
দেখাবেন। আসলে আপনি নিজের পকেট থেকেই সব টাকা খরচ করছেন। পর্তুগীজদের অধীনে ‘আসল চাকরি’ পেলে এই টাকা সেভ হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো
পর্তুগালে অবৈধ অবস্থায় স্পেশাল কোনও লিঙ্ক ছাড়া প্রাথমিক অবস্থায় পর্তুগীজ জব
পাবেন না, আর ভাষাগত একটা প্রবলেম তো থেকেই যায়। এই কারণে ‘চাকরি যোগাড় করে নিজেকে
চাকরিজীবী দেখিয়ে নিজে নিজে ট্যাক্স দেওয়া ছাড়া প্রথম পর্যায়ে কোনো উপায় থাকে না।
৬। নরমালি যারা সেনজেনভুক্ত দেশের
ভিসা নিয়ে পর্তুগাল প্রবেশ করবেন তারা মিনিমাম ৬টা ট্যাক্স দেয়ার পর ইমিগ্রেশনে
রেসিডেন্স পারমিট এর জন্য আবেদন করতে পারবেন। সব ডকুমেন্টস ঠিক থাকলে এবং
কপাল অতিশয় ভাল হলে ৬টা ট্যাক্স দিয়েই রেসিডেন্স পারমিট পাওয়া যেতে পারে। এখন ভিসা ছাড়া যারা যারা
পর্তুগালে পেপারস করতে চান তারা এই সূত্র অনুসরন করতে হবে অর্থাৎ আপনাকে মিনিমাম
১২-১৮ টি মাসিক ট্যাক্স পে করে রেসিডেন্স পারমিট এর জন্য আবেদন করতে হবে ।
৭। আরও কিছু ডকুমেন্টস লাগবে। সেই বিষয় গুলো এখানে আলাদাভাবে
বুঝিয়ে দেওয়া হল। বাংলাদেশী পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। দেশের পররাষ্ট্র মন্ত্রণালায়
থেকে সত্যায়িত করে আনার পর পর্তুগিজ ভাষায় অনুবাদ করে বাংলাদেশ অ্যাম্বাসি অফ
লিসবন থেকে সত্যায়িত করতে হবে। এছাড়া লাগবে পর্তুগাল-এর পুলিশ
ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ইউরোপিয়ান ইউনিয়ন- এর পুলিশ ক্লিয়ারেন্স
সার্টিফিকেট। পর্তুগালের লিসবনে Loja do cidadão নামে একটা অফিস আছে, ওই অফিস থেকে ওই সার্টিফিকেট
২টা তুলতে পারবেন। ২ টার জন্য ১২ ইউরো খরচ হবে। আপনি যদি অন্য কোনও দেশে ৬
মাসের বেশি অবস্থা করেন যেমন লন্ডন, সাইপ্রাস আয়ারল্যান্ড
রোমানিয়া এই সকল দেশে ছাত্র ছিলেন পরে সেনজেন ভিসা নিয়ে ইউরোপ ঢুকেছেন তাদের
ক্ষেত্রে যে যে দেশে অবস্থা করেছেন, ওই ওই দেশের পুলিশ
ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে বাধ্যতামূলক। কিংবা ইতালিয়ান ভিসা নিয়ে
ইতালি এসেছেন ৬ মাসের ও বেশি সময় ইতালি কাটিয়েছেন তাদের ক্ষেত্রেও ইতালিয়ান
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। অন্য কোনও ভাষায় হলে তা
পর্তুগীজ ভাষায় অনুবাদ করে নোটারি করতে হবে। আপনি যে ৬টি ট্যাক্স প্রদান
করেছেন সেটার সার্টিফিকেট যা Social Security Office থেকে আপনি যতবার খুশি বিনা
পয়সায় তুলতে পারবেন। এটা পাওয়া যাবে Junta de freguesia- নামের এই অফিসে। পর্তুগালে আপনি যে এলাকায়
থাকেন সেখখানকার Junta de freguesia- অফিস থেকে এটা নিতে ১০ ইউরো খরচ পড়বে। তবে ৩ দিন আগে আবেদন করতে হবে। এক দিনেও নিতে পারেন তবে ৩০
ইউরো চার্জ দিতে হবে।
শেষ করার আগে পর্তুগাল
রেসিডেন্স পারমিট পেতে হলে কত খরচ হবে তার মোটামুটি একটা হিসাব দিচ্ছি।
ট্যাক্স কার্ড করতে ১০.২০ ইউরো (এজন্য জব কন্ট্রাক্ট ২০০০-২৫০০
ইউরো
ট্যাক্সপ্রতিমাসে ১৭৫.৪৯
ট্যাক্সপ্রতিমাসে ১৭৫.৪৯
যাদের পাসপোর্টে সেনজেন ভিসা
আছে (মেয়াদ উর্ত্তীর্ণ), তাদের ১০০% গ্যারান্টি, ইউরোপের কোথাও রেসিডেন্ট
পারমিটের কাগজ করতে না পারলেও পর্তুগালে যদি কাজের ব্যবস্থা করে ৬ মাস ট্যাক্স
প্রদান করেন, তাহলে কাগজ আপনার হবেই। পর্তুগালে এসে আবেদনের পর
প্রাথমিকভাবে যে রেসিডেন্ট পারমিট দেয়া হয় তার মেয়াদ থাকে ১ বছর। মেয়ার বাড়লে ২ বছরের জন্য, এই ভাবে ৫ বছর পর্তুগালে
অবস্থানের পর আপনি পর্তুগালের নাগরিকত্ব পেতে পারেন। তবে আপনাকে পর্তুগিজ ভাষার
দক্ষতা দেখাতে হবে কমপক্ষে ইউরোপিয়ান লেভেলে B2। তবে পর্তুগিজ ভাষা অনেক সহজ। যারা অবৈধ অবস্থায় আছেন, কোথাও বসে না থেকে যদি আপনার
পাসপোর্টে সেনজেন ভিসা থাকে তাহলে আর দেরি না করে পর্তুগাল থেকে পেপারস বানিয়ে
নিয়ে আসেন। এরপর গোটা ইউরোপ তো আপনার, চাইলে পরে চলে যান আমেরিকা, কানাডায়।
পর্তুগালে বসবাসের
খরচ ( Euro
হিসাবে )
রেস্টুরেন্ট
বিভাগ দ্বারা
খাবার,
আনন্দের রেস্তোরাঁ 7.00 € 5.50-9.00
খাবারের জন্য
2 জন, মিড-রেঞ্জ রেস্টুরেন্ট,
তিন-কোর্স 30.00 € 20.00-40.00
ম্যাকডোনাল্ডস
এ ম্যাকমেইল (বা সমতুল কম্বো খাবার) 5.75 € 5.00-6.00
গার্হস্থ্য
বিয়ার (0.5 লিটার খসড়া) 1.50 € 1.00-2.00
আমদানি করা
বিয়ার (0.33 লিটার বোতল) 2.00 € 1.20-3.00
ক্যাপুসিিনো
(নিয়মিত) 1.16 € 0.70-2.00
কোক / পেপসি
(0.33 লিটার বোতল) 1.17 € 1.00-1.50
জল (0.33
লিটার বোতল)
কাঁচা ব্যাজার (Market)
দুধ (নিয়মিত),
(1 লিটার) 0.58 € 0.49-0.76
টাটকা হোয়াইট
ব্রেডের রুটি (500 গ্রাম) 1.05 € 0.70-1.50
চাল (সাদা),
(1 কেজি) 0.84 € 0.66-1.00
ডিম (নিয়মিত)
(1২) 1.59 € 1.20-2.00
স্থানীয় পনির
(1 কেজি) 7.26 € 4.99-10.00
চিকেন স্তন
(বনহীন, স্কিনलेस), (1 কেজি) 5.27 € 3.80-7.00
বীফ গোলাকার
(1 কেজি) (বা সমতুল্য ব্যাক লেগ লাল মাংস) 8.69 €
6.00-12.00
আপেল (1 কেজি) 1.37 € 1.00-1.90
কলা (1 কেজি) 1.09 € 0.90-1.60
কমলা (1 কেজি) 1.11 € 0.80-1.50
টমেটো (1 কেজি) 1.29 € 0.95-1.89
আলু (1 কেজি) 0.75 € 0.50-1.00
পেঁয়াজ (1 কেজি) 0.81 € 0.60-1২5
লেটুস (1 মাথা) 0.86 € 0.50-1.40
জল (1.5 লিটার বোতল) 0.5২ €
0.20-1.00
ওয়াইনের বোতল
(মিড-রেঞ্জ) 4.00 € 3.00-5.00
গার্হস্থ্য
বিয়ার (0.5 লিটার বোতল) 0.90 € 0.53-1.30
আমদানি করা
বিয়ার (0.33 লিটার বোতল) 1.36 € 0.85-2.00
সিগারেট প্যাক
(মার্লবরো)
পরিবহন
একমুখী টিকেট
(স্থানীয় পরিবহণ) 1.50 € 1.20-1.85
মাসিক পাস
(নিয়মিত মূল্য) 36.00 € 30.00-4২.50
ট্যাক্সি শুরু
(সাধারণ ট্যারিফ) 3.45 € 3.00-3.90
ট্যাক্সি 1km
(সাধারণ ট্যারিফ) 0.56 € 0.47-1.00
ট্যাক্সি 1 ঘন্টা অপেক্ষা (সাধারণ ট্যারিফ) 14.80 €
14.80-20.00
পেট্রল (1 লিটার) 1.44 € 1.30-1.54
ভক্সওয়াগেন
গল্ফ 1.4 90 কিলোওয়াট ট্রেন্ডলাইন (বা সমমানের নতুন
গাড়ি) 25,000.00 € 21,642.00-27,000.00
টয়োটা কোরালা
1.6 এল 97 কিলোওয়াট সুবিধা
(বা সমমানের নতুন গাড়ি) ২4,365.3২ €
21,400.00 ২8,000.00.00
ইউটিলিটি (মাসিক)
85m2 অ্যাপার্টমেন্ট 87.90 € 50.00-130.00 জন্য বেসিক
(বিদ্যুৎ, তাপীকরণ, কুলিং, জল, আবর্জনা)
1 মিনিট. প্রিপেইড
মোবাইল ট্যারিফ স্থানীয় (কোন ছাড় বা প্ল্যান) এর 0.14 € 0.08-0.25
ইন্টারনেট
(60 এমবিপিএস বা আরও, আনলিমিটেড ডেটা,
কেবল / এডিএসএল) 27.8২ € ২0.00-36.99
ক্রীড়া এবং
অবকাশ
ফিটনেস ক্লাব,
1 প্রাপ্তবয়স্কদের জন্য মাসিক ফি 35.18 €
25.00-50.00
টেনিস কোর্ট
ভাড়া (সপ্তাহান্তে 1 ঘন্টা) 11.81 € 5.00-20.00
সিনেমা,
আন্তর্জাতিক রিলিজ, 1 আসন 6.40 € 6.00-7.00
শিশু তত্ত্বাবধান
প্রাক শিশু
(বা কিন্ডারগার্টেন), বেসরকারী, 1 বৎসরের জন্য মাসিক 394.10 € 250.00-650.00
ইন্টারন্যাশনাল
প্রাইমারি স্কুল, বার্ষিক 1 টি শিশু 9,596.88 € 6,000.00-11,000.00
পোশাক এবং জুতা
1 জিন জোড়া
(লেইস 501 বা অনুরূপ) 77.54 € 50.00-100.00
1 চেইন স্টোরের
একটি গ্রীষ্মকালীন পোশাক (জারা, এইচএন্ডএম,
...) 28.68 € ২0.00-40.00
1 নাইকি চলমান
জুতা জোড়া (মিড-রেঞ্জ) 69.70 € 50.00-90.00
পুরুষদের চামড়া
ব্যবসা জুতা 1 জোড়া 78.83 € 50.00-120.00
প্রতি মাসের
ভাড়া
শহরের কেন্দ্রস্থল
এপার্টমেন্ট (1 টি শয়নকক্ষ) 522.15 €
300.00-800.00
এপার্টমেন্ট
(1 বেডরুম) কেন্দ্রের বাইরে 350.65 € 240.00-500.00
শহরের কেন্দ্রস্থল
এপার্টমেন্ট (3 বেডরুম) 908.83 €
500.00-1,500.00
এপার্টমেন্ট
(3 বেডরুম) কেন্দ্রের বাইরে 597.73 € 400.00-900.00
এপার্টমেন্ট
মূল্য কিনুন
শহরের কেন্দ্রস্থল
এপার্টমেন্টে স্কয়ার মিটার প্রতি মূল্য মূল্য 1,956.68 €
1,000.00-3,500.00
স্কয়ার মিটার
প্রতি মূল্য কেন্দ্রের বাইরের এপার্টমেন্টটি কিনে 1,177.33 €
850.00-1,800.00
বেতন এবং অর্থায়ন
গড় মাসিক নেট
বেতন (ট্যাক্স পরে) 802.20 €
শতকরা হারের
মধ্যে বন্ধকী সুদের হার (%), বার্ষিক, নির্দিষ্ট হার 2.81 2.00-4.00
Prices in Portugal দাম
এই তথ্য 1214 বিভিন্ন অবদানকারী থেকে গত 18 মাসে 12974 এন্ট্রি উপর ভিত্তি করে।
সর্বশেষ আপডেট:
ডিসেম্বর 2017
প্রতিটি দেশের
জন্য আমাদের তথ্য সমস্ত দেশে সমস্ত এন্ট্রির উপর ভিত্তি করে।
Schengenসীমান্ত-মুক্তএলাকা
শ্যেনজেন এরিয়াটি ইইউ এর সর্বর্র্শ্রেষ্ঠ সাফল্যগুলির একটি। এটা অভ্যন্তরীণ সীমানা ছাড়া একটি এলাকা, একটি এলাকা যার মধ্যে নাগরিক, অনেক অ ইইউ নাগরিক, ব্যবসা মানুষ এবং পর্যটক সীমান্ত চেকের অধীন অবাধে সঞ্চালন করতে পারে। ১৯৮৫ সাল থেকে, এটি ধীরে ধীরে বেড়ে উঠেছে এবং বর্তমানে প্রায় সব ইইউ রাজ্যের এবং কয়েকটি সংযুক্ত অ-ইইউ দেশসমূহকে অন্তর্ভুক্তকরেছে।
তাদে অভ্যন্তরীণ সীমানা বিলুপ্ত করার সময়, Schengen স্টাটাস এছাড়াও Schengen এলাকায় যারা জীবিত বা ভ্রমণ নিরাপত্তা নিশ্চিত করতে Schengen নিয়ম ভিত্তিতে তাদের সাধারণ বাহ্যিক সীমান্তে নিয়ন্ত্রণ tightened আছে।
তাদে অভ্যন্তরীণ সীমানা বিলুপ্ত করার সময়, Schengen স্টাটাস এছাড়াও Schengen এলাকায় যারা জীবিত বা ভ্রমণ নিরাপত্তা নিশ্চিত করতে Schengen নিয়ম ভিত্তিতে তাদের সাধারণ বাহ্যিক সীমান্তে নিয়ন্ত্রণ tightened আছে।
ইইউ যোগদান
ইইউ একটি সদস্য
হয়ে একটি জটিল প্রক্রিয়া যা রাতারাতি সম্ভব নয়। একবার একটি আবেদনকারী দেশ সদস্যপদের শর্ত
পূরণ করে,
এটি সব অঞ্চলে ইইউ নিয়ম এবং প্রবিধান বাস্তবায়ন করা আবশ্যক।
যে কোনও দেশের
সদস্যপদের শর্ত পূরণ করে আবেদন করতে পারে। এই শর্তগুলি 'কোপেনহেগেন মাপদণ্ড' নামে পরিচিত এবং একটি মুক্ত বাজার অর্থনীতি, একটি স্থিতিশীল গণতন্ত্র এবং আইনের শাসন, এবং ইইউ সহ সব ইইউ আইন অনুমোদন অন্তর্ভুক্ত।
ইইউতে যোগদানের
জন্য একটি দেশ কাউন্সিলের সদস্যপদ আবেদন জমা করে, যা কোপেনহেগেনের মানদণ্ড
পূরণের আবেদনকারীর যোগ্যতার মূল্যায়ন কমিশনকে জিজ্ঞাসা করে। কমিশনের মতামত যদি ইতিবাচক হয়। আলোচনা একটি বিষয়
দ্বারা বিষয় ভিত্তিতে খোলা তারপর আনুষ্ঠানিকভাবে হয়।
ইইউর নিয়ম
ও প্রবিধানের বিশাল পরিমাণে প্রতি প্রার্থী দেশকে জাতীয় আইন হিসাবে গ্রহণ করতে হবে, আলোচনার শেষ করার জন্য সময় লাগবে। প্রার্থীদের এই প্রাক সংযোজন সময়কালে আর্থিকভাবে, প্রশাসনিক এবং প্রযুক্তিগতভাবে সমর্থিত।
প্রার্থী দেশ
আল্বেনিয়া
মন্টিনিগ্রো
সার্বিয়া
ম্যাসিডোনিয়া
সাবেক যুগোস্লাভ প্রজাতন্ত্র
তুরস্ক
সম্ভাব্য প্রার্থী
সম্ভাব্য প্রার্থী
দেশ ইইউ সদস্যপদ জন্য প্রয়োজনীয়তা এখনও পূরণ হয়নি
বসনিয়া ও হার্জেগোভিনা
কসোভো
এই পদ পদত্যাগে
ছাড়া হয়, এবং UNSCR ১২৪৪/৯৯ এবং
কসোভো স্বাধীনতার ঘোষণা করা হয়।
অন্যান্য ইউরোপীয়
দেশ
এ্যান্ডোরা
আরমেনিয়া
আজেরবাইজান
বেলারুশ
জর্জিয়া
আইস্ল্যাণ্ড
লিচেনস্টেইন
মোল্দাভিয়া
মোনাকো
নরত্তএদেশ
রাশিয়া
সান মারিনো
সুইজর্লণ্ড
ইউক্রেইন্
ভ্যাটিকান সিটি

Europe Before you go to the various inquiries.
পাসপোর্ট / ভিসা প্রয়োজনীয়তা
আপনি ইইউ-এর অভ্যন্তরে ভ্রমণ অথবা ভ্রমণ করতে ইচ্ছুক, নন-ইইউ জাতীয় নন, তাহলে আপনাকে পাসপোর্টের প্রয়োজন হবে
আপনি যে ইইউ দেশ পরিদর্শন করতে ইচ্ছুক তারিখের অন্তত ৩ মাসের জন্য বৈধ, আপনি পরিদর্শন করছেন,
যা গত ১০ বছরের মধ্যে জারি করা হয়েছিল,
এবং সম্ভবত একটি ভিসা। যে দেশে আপনি পরিদর্শন করছেন তার দূতাবাস বা দূতাবাস থেকে ভিসার জন্য আবেদন করুন। আপনার ভিসা একটি "Schengen এলাকা" দেশ থেকে যদি, এটি স্বয়ংক্রিয়ভাবে অন্যান্য Schengen দেশ ভ্রমণ করতে পারবেন। যদি আপনার কাছে Schengen দেশগুলির একটি থেকে বৈধ বাসস্থান পারমিট থাকে তবে এটি ভিসার সমতুল্য। অ-শেনজেন দেশগুলিতে যাওয়ার জন্য আপনাকে এই জাতীয় ভিসার প্রয়োজন হতে পারে।
ইইউর দেশগুলিতে সীমান্ত কর্মকর্তারা অন্য সহকারী ডকুমেন্টস যেমন একটি আমন্ত্রণ চিঠি, থাকার প্রমাণ, রিটার্ন বা বৃত্তাকার ট্রিপ টিকিট চাইতে পারেন। সুনির্দিষ্ট প্রয়োজনীয়তার জন্য ইইউ দেশের স্থানীয় কনস্যুলার সার্ভিসের সাথে যোগাযোগ করুন।
তিনটি মাস বা তার কম সময়ের জন্য ইইউ ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন নেই এমন অনেক দেশ রয়েছে। যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডের ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন এমন দেশগুলির তালিকাগুলি অন্যান্য ইইউ দেশগুলির থেকে আলাদা।
Comments
Post a Comment