বোয়ালিয়া ঝর্ণা | ভয়ংকর দূর্গম কিন্তু অসম্ভব সুন্দর |
হঠাৎ করে ঠিক হলো ঝর্ণা দেখতে যাবো। বোয়ালিয়া ঝর্ণা। আমাকে বলা হলো রাত ৯ টার দিকে কমলাপুর ষ্টেশনে থাকতে, সাথে ট্রাউজার, ক্যামেরা, ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পরলাম।একদিনের ট্যুর। মাত্র ১০০০ টাকা খরচ।
রাত ৯ টার দিকে পৌঁছে অন্যান্য সঙীদের খোজ করতে লাগলাম, শেষে ৯.৩০ দিকে সঙীদের দেখা পেলাম, যাইহোক আমরা রওনা হলাম প্লাটফরমের দিকে। রাত সাড়ে ১০ টার ট্রেনে আমরা সীতাকুণ্ড যাবো।ভাড়া মাত্র ১১০ টাকা। যখন জানলাম মেইল ট্রেন তখন কিছুটা দমে গেলাম। অবশেষে সবার অনুরোধে ট্রেনে উঠে মেজাজ খারাপ হয়ে গেল। যাত্রীতে ঠাসাঠাসি পুরো ট্রেন। প্রত্যেকটা মানুষ দরদর করে ঘামছে। প্রচণ্ড গরম আর মানুষের ঠাসাঠাসিতে দম ফেলাই দায়। কোনরকম কষ্ট করে আর জায়গায় জায়গায় থামতে থামতে এসে পৌছালাম সীতাকুণ্ড। আর প্রতিজ্ঞা করলাম এমন ট্রেনে আর কখনো আসবো না। আমরা সীতাকুণ্ড থেকে মীরসরাই পৌছালাম লেগুনাতে। ভাড়া জনপ্রতি ৩৫ টাকা। সেখানে সকালের নাস্তা করলাম। সেখান থেকে এবার অটোতে পৌছলাম ব্র্যাক স্কুলের সামনে অথবা অটোওয়ালাকে বললেই হয় বোয়ালিয়া ঝর্ণা যাবো কোথায় নামতে হবে।। ভাড়া জনপ্রতি ১০ টাকা।
মুলত এখান থেকেই আমাদের মূল যাত্রা শুরু।
আমরা একজন গাইড নিলাম ৫০০ টাকার বিনিময়ে। বলে রাখা ভালো এসব জায়গায় গাইড ছাড়া ভ্রমণ করা একদমই উচিৎ নয়।
পাহাড়ের এবড়ো থেবড়ো পথ পেরিয়ে আমরা ছুটে চলেছি বোয়ালিয়া ঝর্ণার দিকে। কখনো হালকা পানি (ঝিরির পানি) কখনো কাদা পেরিয়ে আমরা পৌছালাম পাহাড়ের মূল অংশে।এবার শুরু হলো পাথর,পানি,গর্ত, জোক, ঝোপঝাড় ডিঙিয়ে প্রায় ৩ ঘন্টা পরে পৌছালাম সাধের বোয়ালিয়া ঝর্ণা।
Facebook Page: https://bit.ly/2YzNH4N
Instagram: https://bit.ly/2U6SAzZ
**** Subcribe Channel: https://bit.ly/2lBi9sh
Ati To Soarighat: https://bit.ly/2ka8f0E
Aj Biyete Ja Ja korlam: https://bit.ly/2kqWR0D
Prince Musa Bin Samsher: https://bit.ly/2kpuP5H
Benapole to Kolkata: https://bit.ly/2k4GPco
Google Map: https://www.google.com/maps/@22.7832517,91.5643987,13z
Facebook Page: https://bit.ly/2YzNH4N
Instagram: https://bit.ly/2U6SAzZ
**** Subcribe Channel: https://bit.ly/2lBi9sh
Ati To Soarighat: https://bit.ly/2ka8f0E
Aj Biyete Ja Ja korlam: https://bit.ly/2kqWR0D
Prince Musa Bin Samsher: https://bit.ly/2kpuP5H
Benapole to Kolkata: https://bit.ly/2k4GPco
Google Map: https://www.google.com/maps/@22.7832517,91.5643987,13z
Comments
Post a Comment