Keep the mosquito free at home (ঘরকে মশামুক্ত রাখুন ঘরোয়া পদ্ধতিতেই)

ঘরকে মশামুক্ত রাখুন ঘরোয়া পদ্ধতিতেই 

বাড়ির আশপাশে অপরিষ্কার নালা বা জলাশয়ের কারণে মশার উপদ্রোপ বেশি হয়ে থাকে। সাধারণত দোকানে মশা তাড়ানোর যে স্প্রে বা কয়েল পাওয়া যায়, তা বেশিরভাগই বেশ বিষাক্ত। যা ঘরের মানুষ ও শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর।
ক্ষতিকর কয়েল ছাড়া কিছু ঘরোয়া পদ্ধতিতেও মশা দূর করা যায় : যেমন - 
তুলসী গাছ : টবে বা জানালার পাশে বা বারান্দায় কয়েকটি তুলশী গাছ লাগিয়ে রাখুন,দেখবেন মশা পালাবে ।
কর্পূর : কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারেনা মশা। একটি ৫০ গ্রামের কর্পূরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। দুই দিন পর পানি পরিবর্তন করুন।
নিম তেল : নিমের গন্ধ মশা সহ্য করতে পারে না। নিম তেল গায়ে মাখলে মশার কামড় থেকে রেহাই পাওয়া যায়। শুধু নিমপাতা ঘরের কোণে রেখে দিলেও মশার উপদ্রব কমে যাবে।
রসুন : রসুনকে বলা হয় মশার যম।কয়েকটি রসুনের কোয়া থেঁতলে পানিতে সিদ্ধ করুন বা ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এবার ওই পানি সারা ঘরের বিভিন্ন জায়গায় স্প্রে করুন। দেখবেন মশা উধাও।
লেবু ও লবঙ্গ : একটি বা দুটি লেবু মাঝামাঝি কাটুন।এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লবঙ্গের ফুল বাইরে থাকবে আর পেছনের অংশ যেন লেবুতে গেঁথে থাকে। এবার সেই লেবুর টুকরাগুলো প্লেটে করে ঘরের কোণে রেখে দিন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই ঘরে মশা নেই।
সুগন্ধি : মশারা সুগন্ধি খুব অপছন্দ করে। মশা তাড়াতে দেহে বা জামায় আতর, সুগন্ধি বা লোশন ব্যবহার করতে পারেন। রাতে ঘুমানোর আগেও শরীরে মাখতে পারেন। এতে কাজ হবে।
Mosquito infestation is
high due to unclean drains or reservoirs around the house. Usually the spray or coil that is found in the mosquito repellent is mostly toxic. Which is extremely harmful to people and children in the house.

Apart from damaging coils, mosquitoes can also be
removed in some domestic ways:

Basil Trees: Put some basil plants next to the tub or 
window or porch, and you will see mosquitoes escape.

Camphor: Mosquitoes cannot tolerate the smell of camphor at
all. Fill the bowl with water by placing a 1 gram kapoor tablet in a small
bowl. Then place it in the corner of the room. Change the water after two days.


Neem oil: Neem smell cannot tolerate mosquitoes. 
Neem oil is obtained from mosquito bites on the face. 
Only by placing the nympatta in the corner of the room 
will the mosquito infestation be reduced.



Garlic: Garlic is called mosquito yolk. Squeeze some garlic
well into the water or blend it in a blender. Now spray the water in different
parts of the room. You see the mosquito disappears.


Lemons and Cloves: Cut one or two lemons in the middle.
Then make several cloves on the inside of the cut lemons.
Cloves will be on the outside and the back part will be 
lined. Now place the lemon slices on a plate and place 
them in the corner of the room. There will be no 
mosquitoes in the house for a while.

Perfume: Mosquitoes dislike the aroma very much. You 
can use perfume, perfume or lotion in the body or clothes
 to expel mosquitoes. You can sleep in the body before 
you sleep at night. It will work.


      

Comments