প্রেমময় হোক পৃথিবী

শুধু ভালবাসা আর প্রেমের সঙ্গ
প্রেমময় হয়ে উঠুক আজ বঙ্গ
প্রেমেই ডুবে হোক অনেক রঙ্গ
ভুলে যাওয়ার পরে তা কেন ঢঙ্গ?

আকাশ বাতাস সব কিছুতেই ভালবাসা
মানুষে মানুষে আপন হোক আপনতর
দিকে দিকে আজ শুধু ভালবাসার জয়গান,
ভালবাসার ফলেই আজকের এই পৃথিবী
যা শুধুই আমার তোমার ভালবাসার প্রতিদান।

ফজরের পবিত্র আযানে শুরু
পাখির কণ্ঠের সুমধুর গান
ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ
নাস্তা, দুপুর, রাতের খাবার
কর্ম আর কাজেই অর্জিত আহার;
রাতের নির্জনতায় প্রিয়ার অনুভব
আবার কারো পাশে ঠিক তখন
প্রিয়ার উষ্ণ ভালবাসা, উত্তপ্ত ওষ্ঠ
শুধু ভালোবাসায় একে অপরে মত্ত,
হাতের স্পর্শ , ঠোটের উষ্ণ চুম্বন
শুধুই ভালবাসায় ছোঁয়াছুঁয়ি আর মাখামাখি
শুধুই ভালবাসা, শুধুই ভালবাসা
শুধুই প্রেমের জন্য পৃথিবী।।

আবার কারো নিঃসঙ্গতা
যেখানে ছিল একসময় শুধুই সঙ্গতা
অনুভবে অনুরণনে প্রিয়ার মুখ
অপলক অবিরত চেয়ে থাকে চোখ,
অনন্ত অর্ণবে মনে হয় শুধুই সে
নিকস ধোঁয়ায় জর্জরিত হয়ে বলে আমি কে?
উন্মাদনা, উচ্ছ্বাস, আকাঙ্ক্ষা আর প্রতীক্ষা
কবে আবার ফিরবে আবার সেই সঙ্গতায়?
সঙ্গতা আর নিঃসঙ্গতা সবই
শুধুই ভালবাসা, শুধুই ভালবাসা
শুধুই প্রেমের জন্য পৃথিবী।।


Comments