আমাদের বুড়িগঙ্গা
আমাদের বুড়িগঙ্গা ,দেখুন অবস্থা।
দেখুন বুড়িগঙ্গার পানির রং.
পানি দেখলে বমি আসে.
নদী আজ অযত্ন আর অবহেলিত ।
দূষণের অন্যতম কারণ টানারী বর্জ
হায়রে প্রতিবাদ। দেখার কেউ নাই.
বড়ই নোংরা আজ বুড়িগঙ্গা।
এখানে ধোয়া হয় কেমিকেল এর ড্রাম।
পরিবহন হচ্ছে পণ্য।
নোংরা আর কুত্সিত পানিতে শিশুর গোসল।
কতটা পচে গেছে না দেখলে বুঝবেননা।
স্বপ্নের বুড়িগঙ্গা।
বায়ু আর নদী দূষণ ইট খোলা।
হাস্যজ্জল মাঝি।
নো শ্রমিক
স্বপ্নের অতীত বুড়িগঙ্গা।
কিভাবে নদী দখল করতে হয় দেখুন।
পলিথিন ধোয়ার কাজ নদীতে।
কিভাবে নদী দখল করতে হয় দেখুন।
এই সেই চামড়া শিল্প,যা নদী দূষণ না করেও রক্ষা করা যায়.
কিভাবে নদী দখল করতে হয় দেখুন।
বিশ্বের অন্য দেশগুলোর নদীগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়.আমরাই শুধু পারিনা।
ইতালির ভেনিস,দেখুন নদী.
কতো যত্ন নদীকে।
থাইল্যান্ড এর ব্যাংকক,আহা কি সুন্দর নদী.এটা নদী দখল নয়.নদীকে কিভাবে ব্যবহার করতে হয়.এরা জানে।
পর্যটকদের অন্যতম আকর্ষণ।প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হয় এতে.
ধন্যবাদ।
মাসুদ আহমেদ
Comments
Post a Comment