হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত.........

আল্লাহর নবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, যার মধ্যে তিনটি গুণ রয়েছে সে ঈমানের স্বাদ অনুভব করবে..

◆ তার কাছে অন্য সবার তুলনায় আল্লাহ ও তার রাসূল প্রিয়তর হয়।
◆ কাউকে ভালবাসলে আল্লাহর জন্যই ভালবাসে।
◆ আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেমন অপ্রিয় জানে, কুফরিতে ফিরে যাওয়াকে তেমন অপ্রিয় মনে করে।

☆ এই তিনটি বৈশিষ্ট্য কি আপনার মধ্যে আছে?? থাকলে আলহামদুলিল্লাহ ভাল। আর যদি এর একটি না থাকে তাহলে বুঝতে হবে আপনি একজন দূষিত.ব্যাক্তি যে কিনা আরও কয়েকজন কে আক্রান্ত করতে পারে।

Comments