হারিয়ে যাচ্ছে আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা।











শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।হারিয়ে যাচ্ছে আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা।বিশ্বায়নের চাপে পরে বাংলা এখন
হুমকির মুখে।প্রতিদিন একটু একটু করে শব্দ হারাচ্ছে বাংলা থেকে।নতুন নতুন শব্দ ঢুকে পরছে বাংলাতে,ইচ্ছেই হোক, আর অনিচ্ছাতেই হোক,জেনে,না জেনে ক্রমশ বাংলা তার নিজস্য শব্দগুলো হারাতে বসেছে।

কিন্তু কেন?
এক গবেষণায় দেখা গেছে যে,বিশ্বায়নের চাপে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা,ব্যবসা সবকিছুই ইংরেজি নির্ভর।
ইংরেজি ছাড়া আমরা একদম চলতেই পারিনা,অথচ ফ্রান্স,ইতালি,রাশিয়া,চীন,তারা তাদের সমস্ত দাপ্তরিক কাজকর্ম,
শিক্ষা ব্যবস্থা,তাদের মাতৃভাষাতেই করে থাকে।তারা আত্মনির্ভরশীল জাতি।তারা অন্য ভাষার ধার ধরেনা।
তাদের দৈনন্দিন কাজকর্ম ,লেখাপড়া ,সরকারী ,বেসরকারী সবকিছুতেই তাদের মাতৃভাষা ব্যবহার করে.
শুধুমাত্র আন্তর্জাতিক ক্ষেত্রে অন্য ভাষার সাহায্য নেয়। অনেকসময় দোভাষীর সাহায্যে করে থাকে।
আর আমরা এতই গরিব জাতি,আর এত অব্যবস্থা বোধয় আর কোথাও নেই। ইংরেজির উপর এতটাই নির্ভর যে,
একবেলা ভাত ছাড়া যেমন আমাদের চলেনা তেমনি  ইংরেজির বেলাও। এর প্রকিষ্ঠ উদাহরণ-শ্রীলংকা।
শ্রীলংকান বা সিংহলিজ দের মাতৃভাষা সিংহলি। অথচ তাদের একজন জেলেও ইংরেজিতে কথা বলতে পারে।
আর এটাই বর্তমান শ্রীলংকার প্রধান ও  বহুল ব্যবহৃত ভাষা।সুখের বিষয় আমাদের আগে তারাই হারাতে বসেছে
তাদের মাতৃভাষা।

পরিত্রানের উপায় কি?
এখন থেকেই  শুরু করুন ,সর্বত্র মাতৃভাষার পরিপূর্ণ প্রচলন।অন্য ভাষার ব্যবহার প্রতিদিন একটু একটু
 করে কমিয়ে দিন,নিজের ভাষার উপর নির্ভর থাকার চেষ্টা করুন।সাথে সাথে চর্চা বাড়িয়ে দিন,হারিয়ে
যাওয়া শব্দ (তাই বলে অশুদ্ধ কিছু নয়) ফিরিয়ে আনুন।সরকারী,বেসরকারী দাপ্তরিক কাজে  ভাষার ব্যবহার
নিশ্চিত করুন।যদি আমরা সত্যি সত্যি আমাদের প্রিয় বাংলা ভাষাকে ভালবাসি তবে তাই করতে হবে.
শুধুমাত্র ২১ ফেব্রুয়ারী তে ফুল দিয়ে ভাষার উন্নতি হবেনা।

কে করবে?
নিজেকে দিয়েই শুরু করুন।









Comments